Skip to content
হাতিনগরে রাস্তার সম্প্রসারণ: দিশেহারা ব্যবসায়ীরা

হাতিনগরে রাস্তার সম্প্রসারণ: দিশেহারা ব্যবসায়ীরা

Reported By:- Binoy Roy

বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের অন্তর্গত হাতিনগর পঞ্চায়েত এলাকায় নিমতলা-হাতিনগর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় ২.২ কিলোমিটার রাস্তা ১০ মিটার চওড়া করা হবে এবং রাস্তার দুই পাশে বাস দাঁড়াবার ব্যবস্থা করা হবে।রাস্তার কাজের সূচনা লগ্নে বহরমপুর ব্লকের বিডিও অমর জ্যোতি সরকার, পি.ডব্লিউ.ডি.-র আধিকারিক ও স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে উচ্ছেদ ও নির্মাণ কাজের তদারকি করেন। এটি পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত “টিএম”-এর নির্দেশ অনুসারে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।একাধিকবার মাইকিং ও সতর্কতা জারি করার পরেও কিছু দোকানদারের কাছে দোকান সরানো সম্ভব হয়নি। আজ প্রশাসনের উপস্থিতিতে কঠোর উচ্ছেদ অভিযান চালানোর ফলে বহু প্রান্তিক ব্যবসায়ী, যাদের রোজগারের একমাত্র মাধ্যম ছিল এই দোকানগুলো, তারা হতাশ হয়ে পড়েছেন। মটর মেকানিক কাঞ্জি সরকার বলেন, “আমার দোকানের সামনে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রয়েছে, তাই আমি দোকান সরাতে পারিনি।”সবজি ব্যবসায়ী অশোক চৌধুরী জানিয়েছেন, “রাস্তা চওড়া করায় আমাদের কোনও আপত্তি নেই, কিন্তু আমাদের জীবিকার বিকল্প কোথায়?” স্থানীয় প্রশাসন একাধিকবার দোকান সরাতে বললেও কিছু দোকান এখনও খালি হয়নি।স্থানীয় সদস্য সুদীপ দাস এবং বরুণ মণ্ডল জানান, “সরকার যেন গরিব ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে।” যদিও রাস্তা চওড়া হওয়ার ফলে যানজট কমবে এবং দুর্ঘটনার সম্ভাবনা হ্রাস পাবে বলেই আশা করা হচ্ছে, তবে পথে বসা প্রান্তিক ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনও সহায়তা বা পুনর্বাসন পরিকল্পনা নেওয়া হয় কি না।

Leave a Reply

error: Content is protected !!