Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৪ ই নভেম্বর, মঙ্গলবার, ফিফটিন ফাইন্যান্স এর বাজেটে মানুষের চাহিদা অনুযায়ী হার্টের পাশে কমিউনিটি টয়লেটের উদ্বোধন বাজারগাঁও এক নম্বর অঞ্চলে। জানা গেছে, সাধারণ মানুষ হাটে বাজারে গেলে মলমত্র ত্যাগ করার অসুবিধা হতো জায়গা না থাকার কারণে বা সুলভ চৌচালয়ে না থাকার জন্য সেদিকে লক্ষ্য রেখে মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতের বাজারগাঁও মার্কেটের কাছে কমিউনিটি টয়লেটের কাজের সূচনা করা হয়। বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েত সূত্রে জানা গেছে বাজারগাঁও হাটের পাশাপাশি খুদুরগাছি, আন্ধারিয়া হাটখোলা ও বেগুয়া হাটের কাছে কমিউনিটি টয়লেটের কাজে শুভ সূচনা হয়।