Reported By:- Binoy Roy
দণ্ড সংহিতার হিট আন্ড রানের প্রতিবাদে এবার কর্মবিরতিতে নামলেন মুর্শিদাবাদে বেসরকারি বাসের কর্মচারীরা। যার জেরে শুক্রবার সকাল থেকে রীতিমতো দুর্ভোগে পড়লেন জেলার বিভিন্ন প্রান্তের বাস যাত্রীরা। এদিন সকাল থেকে বহরমপুর বাস টার্মিনাস থেকে কোনও বেসরকারি বাস ছাড়েনি। যার জেরে একদিকে সরকারি বাস ও ছোট গাড়িতে যেমন ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে এই সমস্যার সম্মুখীন হয়ে রীতিমতো নাজেহাল হয়ে পড়ে অফিস যাত্রী তথা নিত্যযাত্রী থেকে শুরু করে এককথায় আপামর জনসাধারণ। এদিকে আন্দোলনকারী মুর্শিদাবাদ মোটর শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক আনিসুল আম্বিয়া বলেন,” কালা আইন আনছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে এই কর্ম বিরতি।”