ভারত সেবাশ্রম সংঘ-র প্রবীণ সন্ন্যাস স্বামী সংযুক্তানন্দ মহারাজ, স্বনামধন্য চিকিৎসক ডাঃ কুনাল সরকার, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ, হাসপাতালের চার অংশীদার ডাঃ মনোজকুমার পাল, ডাঃ শুভাশিস সাহা, ডাঃ অজয়কুমার বিশ্বাস ও ডাঃ নির্মাল্য নাগ-এর উপস্থিতিতে ক্যাথ ল্যাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বলে রাখা ভালো, হুগলি জেলার দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে-র গোবরা ক্রসিং-এর কাছে অবস্থিত এই বেসরকারী হাসপাতালে ক্যাথ ল্যাব হওয়ার ফলে উপকৃত হবেন জেলার এক বড়ো অংশের জনগণ।
ক্যাথ ল্যাব উদ্বোধনের পর ডাঃ কুনাল সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "গত এক বছরে পশ্চিমবঙ্গে অনেকগুলো ক্যাথ ল্যাব গড়ে উঠেছে। যদিও হুগলি জেলায় কোনো ক্যাথ ল্যাব ছিল না। এই ক্যাথ ল্যাব গড়ে ওঠার ফলে জরুরী প্রয়োজনে অনেকেই লাভবান হবেন।"
অপরদিকে ক্যাথ ল্যাব উদ্বোধনের প্রাক্কালে হাসপাতালে অন্যতম অংশীদার তথা ব্যবস্থাপক নির্দেশক ডাঃ মনোজকুমার পাল জানান, " এ গ্রেড হাসপাতাল না হলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ পাওয়া যায় না। সেভেন রেঞ্জার্স হসপিটাল যেহেতু বি গ্রেড বিশিষ্ট হাসপাতাল, তাই এই মুহুর্তে এখানে ক্যাথ ল্যাব-এর পরিষেবা নিতে হলে নগদে বা অন্য প্রকারে নিতে হবে।"
বিধায়ক কল্যান ঘোষ বলেন উন্নত প্রযুক্তি, উন্নত চিকিৎসা ব্যবস্থা ছাড়াও চিকিৎসক দের উচিত রোগীর মনে সাহস জোগানো, তাদের মনোবল বাড়ানো। রোগ নিরাময়ে এটাও সমান ভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প যেখানে শুধুমাত্র দারিদ্রসীমার নীচে থাকা মানুষের জন্য, এ রাজ্যের স্বাস্থ্যসাথী সেখানে সমস্ত মানুষের জন্য।