বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আজ প্রচার করলেন তার নিজের এলাকায়. অর্থাৎ বহরমপুর শহরের মধ্যে. হুট খোলা গাড়িতে দাঁড়িয়ে দুপুরের রোদেতে তিনি প্রচার সারেন চৌধুরীকে দেখার জন্য এলাকার মানুষজন রীতিমতো ভিড় জমায়, অনেকেই বাড়ির বাইরে এসে দাঁড়ায় অধীর রঞ্জন চৌধুরীকে দেখার জন্য. তারই সঙ্গে অধীর বাবু চকলেট হাতে তাদের স্বাগত জানিয়েছেন। শুভ কাজ হবার আগে অবশ্যই মিষ্টি মুখ হওয়া দরকার তাই ফুল নয় মিষ্টি চকলেট কেই প্রচারের মূল হাতিয়ার হিসেবে দেখছেন অধীর চৌধুরী.