Skip to content
হেফাজতে থাকা ছয় জঙ্গিকে আদালতে তুলল বেঙ্গল এস টি এফে

হেফাজতে থাকা ছয় জঙ্গিকে আদালতে তুলল বেঙ্গল এস টি এফে

Reported By:- Binoy Roy

বেঙ্গল এস টি এফ (স্পেশাল টাস্ক ফোর্স) বৃহস্পতিবার মুর্শিদাবাদের সি জে এম আদালতে ছয় জঙ্গিকে হাজির করেছে। এই জঙ্গিরা হল তারিকুল ইসলাম, নূর ইসলাম, আব্বাস আলি, মুস্তাকিন শেখ, সাজিবুল ইসলাম এবং মিনারুল শেখ। তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন এবিটি-র সদস্য হিসেবে কাজ করার বিষয়ে। বিকেল ২:৩০ নাগাদ কলকাতা থেকে তাদের আদালতে নিয়ে আসা হয়। উল্লেখযোগ্য যে, তারিকুল ইসলাম খাগড়াগড় বোমা বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যেই জেলবন্দি ছিলেন। তাকে মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছিল। অসম এস টি এফ গত ডিসেম্বরে হরিহরপাড়া ও নওদা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। পরে, তাদের জেরা করে বেঙ্গল এস টি এফ। এই অভিযানের মাধ্যমে জঙ্গিদের নেটওয়ার্কের আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে, যা দেশের সন্ত্রাসবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন আদালতে এই ঘটনার শুনানি চলছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তদন্ত চলবে। আশা করা হচ্ছে, এই অভিযান দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

error: Content is protected !!