Skip to content
হেরোইন সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ

হেরোইন সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ

Reported By:- Masud Rana

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীররাতে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার ভাতশালা কুশাবেড়িয়া রোডে পিরোজপুর মাঠ এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে সন্দেহভাজন এক ব্যাক্তিকে আটকায়। তল্লাশি চালিয়ে তার কাছে থেকে উদ্ধার হয় 109 গ্রাম হেরোইন। তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম ইদ্রিশ মন্ডল (25)। তার বাড়ি নদিয়া জেলার থানারপাড়া থানা এলাকার দোগাছি ঘোষপাড়া এলাকায়। তারপরেই তাকে থানায় নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করে পুলিশ। পাশাপশি হেরোইন নিয়ে কি করছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। Sir, on 11.01.2023 in the night on a tip off raid was conducted at Pirojpur Math on Bhatsala Kushaberia road and apprehended one person namely Idris Mondal(25) S/O Sariful Mondal of Dogachi Ghoshpara, PS- Thanarpara, Dist- Nadia and recovered 109 grams herion for his exclusive possission.Started Domkal PS Case No-31/23 Date-12.01.2023 U/S-21(b)/29 NDPS Act. Regards

Leave a Reply

error: Content is protected !!