হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত

Reported By:- Masud Rana

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের তাকদা নিবাসী হাবিলদার সতপাল রাই র দেহ বাগডোগরা বিমানবন্দরে দুপুরে এসে পৌঁছায় এরপর তার মরদেহ বাগডোগরা বিমানবন্দরে রাখা হয় পরে দুপুর আড়াইটা নাগাদ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মিলিটারি কোনভয় । অন্যদিকে তাকদা কুটুস বস্তিতে অধীর আগ্রহে রয়েছে তাঁর পরিবার-পরিজন। সেখানে সকাল থেকেই ছিল ভিড়। সৈন্যবাহিনীর লোকজনসহ স্থানীয় প্রশাসনের লোকজন হাজির হয়েছিল সতপালের বাড়িতে।সতপালের এই আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার এবং গ্রামের লোকজন আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। সত পালের দিল্লি থেকে দেহ দেরিতে আসার কারণ তার ছেলে ডিএনএ টেস্টের দাবি করেছিল সেই কারণে মরদেহ আসতে দেরি হল।

Leave a Reply

error: Content is protected !!