এই মুহুর্তে মুর্শিদাবাদে বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি বলে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে। যেহেতু বর্ষার মরশুমকে কাজে লাগিয়ে রীতিমতো সক্রিয় হয়ে ওঠে কিছু কিছু এলাকায় পাচারকারীরা। সেই মোতাবেক রাতে ডোমকলের মোক্তারপুর- বিলাসপুর রাজ্য সড়কে নাকা চেকিং চলা কালীন একটি সন্দেহজনক চারচাকা গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে উদ্ধার হয় মোট ১২০০ বোতল ফেনসিডিল। সাথেসাথে গ্রেফতার করা হয় চাপলু সেখ নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি মুর্শিদাবাদে ডোমকল থানার বর্তনাবাদ এলাকায় বলে জানা গিয়েছে। ধৃতকে পুনরায় পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বুধবার দুপুরে পাঠানো হ'ল বহরমপুরে জেলা দায়রা আদালতে। পাশাপাশি এই পাচার চক্রে আরও কে বা কারা জড়িত রয়েছে- সেই বিষয়ে যথারীতি তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।