Reported By Binoy Roy
23/01/2025- আজ ২৩ শে জানুয়ারি, ভারতের ইতিহাসের এক মহান ব্যক্তিত্ব নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৮তম জন্মদিন পালন করা হচ্ছে সারা দেশে। এই উপলক্ষে, বহরমপুরের স্যান্টাফোকিয়া ক্লাবে একটি বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভসূচনা করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, যিনি ফিতে কেটে এবং নেতাজীর ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন, প্রায় একশতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা মানবতার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
নেতাজীর আদর্শকে স্মরণ করে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, যা সমাজের প্রতি একটি বড় ধরনের উৎসাহ হিসেবে কাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই শিবিরে সাড়া দিয়ে মানবিক কাজের দিকে আরও অগ্রসর হয়েছেন।
নেতাজী সুভাসচন্দ্র বোসের জীবন ও দর্শন আজকের প্রজন্মকে অনুপ্রাণিত করছে, এবং তাঁর জন্মদিনে এ ধরনের কার্যক্রম দেশের তরুণদের মধ্যে জাতীয়তাবোধ ও মানবিকতার মূল্যবোধকে আরও বেগবান করতে সহায়তা করবে।