Reported By : তুষার কান্তি খাঁ
১৩ই ডিসেম্বর, মঙ্গলবার, ফারাক্কায় অবিলম্বে ঠিকা শ্রমিকদের বকেয়া চুক্তি স্বাক্ষরিত করতে, কন্ট্রাক্ট ক্লোজিং বেনিফিট সমস্ত শ্রমিকদের দিতে এবং বকেয়া ১৬ মাসের ডি এ প্রদান সহ মোট ১৯ দফা দাবিতে আজ এনটিপিসি ঠিকা শ্রমিক ইউনিয়ন মিছিল ও সমাবেশ করল ফারাক্কা এনটিপিসি মোড়ের ২নং গেটে।