১৯ দফা দাবিতে ফারাক্কায় এনটিপিসির মিছিল ও সমাবেশ

১৯ দফা দাবিতে ফারাক্কায় এনটিপিসির মিছিল ও সমাবেশ

Reported By : তুষার কান্তি খাঁ ১৩ই ডিসেম্বর, মঙ্গলবার, ফারাক্কায় অবিলম্বে ঠিকা শ্রমিকদের বকেয়া চুক্তি স্বাক্ষরিত করতে, কন্ট্রাক্ট ক্লোজিং বেনিফিট সমস্ত শ্রমিকদের দিতে এবং বকেয়া ১৬ মাসের ডি এ প্রদান সহ মোট ১৯ দফা দাবিতে আজ এনটিপিসি ঠিকা শ্রমিক ইউনিয়ন মিছিল ও সমাবেশ করল ফারাক্কা এনটিপিসি মোড়ের ২নং গেটে।

প্রথমে একটি মিছিল এনটিপিসি মোড় থেকে শুরু হয়ে সি আই টি ইউ অফিস ছুঁয়ে শেষ হয় এনটিপিসির ২ নং গেটে। সেখানে বিক্ষোভ সভাই বক্তব্য রাখেন ফারাক্কা ব্লক সম্পাদক দিলীপ মিশ্র, মোজাফার হোসেন, মতিউর শেখ সহ আরো অনেকে। আর সেখানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আকবর শেখ।

Leave a Reply

error: Content is protected !!