১৯ সেপ্টেম্বর থেকে শুরু কর্মবিরতি আন্দোলন

১৯ সেপ্টেম্বর থেকে শুরু কর্মবিরতি আন্দোলন

Reported By: Binoy Roy

YouTube Link:

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মচারীদের আন্দোলন রয়েছে অব্যাহত। গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তাদের এই কর্মবিরতি আন্দোলন চলছে অনির্দিষ্ট কালের জন্য। যদিও পেটের তাগিদেই তাদের এই আন্দোলন বলে দাবি জানিয়েছেন তারা। তাদের বক্তব্য- তাদের এই দীর্ঘ দিনের সমস্যার কথা বারবার উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত তার কোনো সমাধান মেলেনি। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই মূলত তাদের এই আন্দোলন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মচারীদের দাবি- তাদের স্থায়ী করণ করতে হবে, সমকাজে সম বেতন দিতে হবে, এছাড়াও বেতন বৃদ্ধি করতে হবে, প্রতি মাসে তাদের ২৬ দিনের হাজিরা দেওয়া সহ বেশকিছু দাবিদাওয়ার ভিত্তিতে তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। বহরমপুরে বর্ণপরিচয় বাস টার্মিনাসের অস্থায়ী কর্মচারীরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। স্বাভাবিকভাবে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অনির্দিষ্ট কালের জন্য তাদের এই আন্দোলনের জেরে প্রতি পদে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ বাস যাত্রীদের।

Leave a Reply

error: Content is protected !!