টেবিল ক্যালেণ্ডারের প্রথম পাতায় সংস্থার লোগো সমেত ২০২৪ সালের জানুয়ারী মাসের দিনপঞ্জিকা গেলেও, পরের ১১ টা পাতায় রয়েছে নীলাঞ্জনা দেবনাথ, পারমিতা ব্যানার্জি, বিদিশা কর্মকার, আকাশ বণিক, পারমিতা ও বিদিশা জুটি, পারমিতা ব্যানার্জি, বিদিশা ও নীলাঞ্জনা জুটি, পারমিতা ও বিদিশা জুটি, পারমিতা ব্যানার্জি, পারমিতা ব্যানার্জি এবং 'আইডিসি' ও তার সহযোগী সংস্থার চার কর্ণধার আকাশ বণিক, তন্ময় পৈলান, জাহাঙ্গীর গাজী অমিত মণ্ডল-এর মুখাবয়বের ছবি।
আজকের অনুষ্ঠানে ক্যালেণ্ডার প্রকাশের পাশাপাশি ছোট্ট একটা ফ্যাশন শো-রও আয়োজন করা হয়েছিল।