শুক্রবার ২০২৪ সালে মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ৭৮ হাজার ৩১৯ জন। তাদের মধ্যে ছাত্র পরীক্ষার্থী ৩০ হাজার ৫৮৯ জন, ছাত্রী পরীক্ষার্থী ৪৭ হাজার ৭১০ জন। এ বছর ১৭ হাজার ১২১ জন ছাত্রী পরীক্ষার্থী বেশি রয়েছে। এদিন সকাল ৮ টা ৩০ মিনিটে স্কুলে মাধ্যমিক সেন্টারের গেট খুলে দেওয়া হয়। এবার পরীক্ষার্থীদের এডমিড কার্ড, পেন, পেনসিল এবং সাদা রঙের বোর্ড ছাড়া কোন কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি এমনকি জলের বোতল নিয়েও প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে পর্ষদ সূত্রে জানা গেছে। দুপুর ১ টায় পরীক্ষা শেষ হবে।