Reported By : Binay Roy
৬ ই মার্চ , সোমবার , বেলডাঙা থানার মির্জাপুর মল্লিকপাড়া এলাকায় ২১ টি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সোমবারে সকালে মির্জাপুর মল্লিকপাড়া বাঁশ বাগানের মধ্যে সকেট বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ বোমা গুলিকে নিজেদের হেফাজতে রাখে। তবে কিভাবে বোমাগুলো এসেছে তার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।