২৬ বছর পর চার অভিযুক্তকে যাবজ্জীবন সাজা কলকাতা হাইকোর্টের

২৬ বছর পর চার অভিযুক্তকে যাবজ্জীবন সাজা কলকাতা হাইকোর্টের

Reported By : Masud Rana
২ রা সেপ্টেম্বর, শনিবার, ২৬ বছর পর চার অভিযুক্তকে যাবজ্জীবন সাজা কলকাতা হাইকোর্টের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল ৫ নম্বর সারাংপুর অঞ্চলের বেনিয়াখালি এলাকায়। উল্লেখ্য ১৯৯৬ সালের ২৭শে জুলাই, দিন দাহাড়ে কাজেম মোল্লা নামে এক কংগ্রেস কর্মীকে খুন করে তৎকালীন বাম কর্মীসমর্থক। জানাগেছে, কাজেম মোল্লা তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল । ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমাবাজি করে, ঘটনায় বোমের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে কাজেম মোল্লা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় কাজেমের পরিবার মোট দশজনের নামে ডোমকল থানায় লিখিত অভিযোগ করলে দুষ্কৃতিদের পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালে, বহরমপুর জেলা আদালতে, তাদের সাজা ঘোষণা হয়। অভিযুক্তদের পরিবার জেলা আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপর ২০০৬ সালে তাদের জামিন দেওয়া হয়। তারপরেই দুই পক্ষের মধ্যে চলে আইনি লড়াই। শেষ মেশ ছ-জন রেহাই পেলেও চার-জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। এমনটাই জানিয়েছেন মৃতের ছেলে বাসির মোল্লা।১৭ বছর পর আবারও সাজা ঘোষণার রায় শোনা পর , চিন্তায় ভেঙ্গে পড়েছে অভিযুক্ত কালাম মোল্লা, গাজী মোল্লা , মঞ্জুর মোল্লা সালাম মোল্লার পরিবার। অভিযুক্তরা অনেকেই ক্যামেরার সামনে আসতে না চাইলেও তাদের একমাত্র ভরসা আইন আদালত এবং উপরওয়ালা বলে জানা যায়।

Leave a Reply

error: Content is protected !!