Skip to content
২৯ বছরের মেয়ে ও ১৯ বছরের ছেলের প্রেম, সিনেমায় নয়, এবার বাস্তবে

২৯ বছরের মেয়ে ও ১৯ বছরের ছেলের প্রেম, সিনেমায় নয়, এবার বাস্তবে

Reported by:- Masud rana

২৯ বছরের মেয়ে ও ১৯ বছরের ছেলের প্রেম, সিনেমায় নয়, এবার বাস্তবে জমে উঠেছে লায়লা মজনুর প্রেম। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই ঘটনাটি ঘটেছে ডোমকলে। ১২ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে ধর্নায়। এই লজ্জা জনক ঘটনাটি ঘটেছে ডোমকলের বাবলাবোনা অর্থাৎ হাসপাতাল মোড়ের কয়েক ধাপ পরেই। জানাযায় ডোমকল জোড়গাছায় বাড়ি ২৯ বছরের সাবানা খাতুনের। তার ১৬ বছর আগে বিয়েও হয়েছিল, বিবাহ বিচ্ছেদ হওয়া চার বছর হয়ে গেল, তারপরেই ডোমকল বাবলাবোনার ১৯ বছরের কিরণকে পেয়ে জমে উঠেছিল লাইলা মজনুর প্রেম। রয়েছে দুই সন্তান তার মধ্যে মেয়ের বিয়েও দিয়েছে সাবানা, আজ রবিবার শাবানা জানতে পারে গত তিন দিন আগে অন্য এক জায়গায় বিয়ে করে নেয় কিরণ। তারপরেই মেয়ে জামাইকে ভুলে গিয়ে ১২ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে বিয়ে করার জন্য ধরনায় বসে কিরণের বাড়ির সামনে। যদিও তাদের সম্পর্ক মানতে নারাজ কিরণের পরিবার। এমনকি সাবানাকে বিভিন্ন রকম ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ কিরণের পরিবারের উপর। সেই ফুটে কভার করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় কিরণের পরিবার।

Leave a Reply

error: Content is protected !!