গত ৩১ই জানুয়ারি চোয়াপাড়া-দুর্লভেরপাড়া বিদ্যানিকেতনের ছাত্রী আবাসের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীদের থাকার সুব্যবস্থা করতে চাবি তুলে দেন শিক্ষকদের হাতে। সোমবার ছাত্রীদের থাকার সুব্যবস্থা করে, সমস্ত ছাত্রীকে উৎসাহ দিতে ফুল এবং কলম দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় । ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎকারের সময় বিভিন্ন নিয়মাকানুন নিয়ে আলোচনা করেন, ওই স্কুলের পার্শ্ব শিক্ষক তথা জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের তৃণমূল সভাপতি মাসুম আলী আহমেদ, প্রধান , সহ-শিক্ষক ছাড়াও আরো অনেকে। এই ধরনের সুবিধা পেয়ে অনেকটাই উপকৃত হবে সংখ্যালঘু ছাত্রীরা। পড়াশোনা থেকে টিউশন, খাওয়া থেকে থাকা সবটাই অর্থাৎ যাবতীয় সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে তাদের প্রদান করা হবে বলেও জানা যায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ, প্রধান শিক্ষক, সহশিক্ষক সহ এলাকার তৃণমূল নেতৃত্বরা।