নবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু ৪ জনের আশঙ্কাজনক আরো ২।নবগ্রামের পমিয়া বাস স্ট্যান্ড সনলগ্ন এলাকার ঘটনা।সূত্রের খবর প্রতিদিনের মতো বৃস্পতিবার সকালে কাজে যাওয়ার উদ্যেশে পমিয় এলাকায় ছোট ম্যাটাডোরে চেপে নবগ্রামের পমিয়া এলাকা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় ম্যাটাডোরে টিকে ধাক্কা মারে পণ্যবাহী ট্রাক।আর তাতেই মৃত্যু হয় ম্যাটাডোরের চালক সহ চার জনের আশঙ্কাজনক আরো ২ ।প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ ও নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল।