৪৩ তম জেলা সম্মেলন উপলক্ষে এ বি পি টি এর প্রক‍াশ‍্য সমাবেশ

৪৩ তম জেলা সম্মেলন উপলক্ষে এ বি পি টি এর প্রক‍াশ‍্য সমাবেশ

Reported By: তুষার কান্তি খাঁ

YouTube Link: https://youtu.be/gnzqjIAxGpA

৪৩ তম জেলা সম্মেলন উপলক্ষে এ বি পি টি এ র প্রক‍াশ‍্য সমাবেশ অনুষ্ঠিত হলো বহরমপুরে

তুষার কান্তি খাঁ, বহরমপুর,৩রা সেপ্টেম্বর: নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৩ তম জেলা সম্মেলন উপলক্ষে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রকাশ‍্য সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেকস্টাইল মোড়ে। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি, শিক্ষক নেতা কৃষ্ণেন্দু রায় চৌধুরী, নবেন্দু সরকার,তরুণ দাস প্রমুখ।

প্রকাশ্য সমাবেশের আগে সম্মেলন স্থল জলসাঘরে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন সংগঠনের জেলা সভাপতি তরুণ দাস। এরপর সেখান থেকে জেলার শিক্ষকরা মিছিল করে এসে মিলিত হয় টেক্সটাইল মোড়ে। নবেন্দু সরকার জানান আজ এবং আগামীকাল এই দুদিন চলবে তাদের সম্মেলন।

Leave a Reply

error: Content is protected !!