লোকসভা ভোটের প্রাক্কালে আবারোও ভাঙ্গন শাসক দলে, শক্তি বৃদ্ধি করল জাতীয় কংগ্রেস। সোমবার দুপুর একটা নাগাদ বহরমপুরের দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে বেলডাঙ্গা ১ ব্লকের ৫০ জন তৃণমূল কর্মী যোগদান করল কংগ্রেসে। এদিন তারা কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেয়। নব্য কর্মীরা জানিয়েছেন, তারা কাজ করতে গিয়ে প্রতি পদে বাধা পাচ্ছিলেন। তাই অ্ধীর চৌধুরীর সঙ্গে থেকে কংগ্রেসের হয়ে কাজ করতে চান তারা। সেই জন্য তাদের কংগ্রেসে যোগদান। মুর্শিদাবাদ জেলায় উন্নয়নের কান্ডারি কংগ্রেস বলে তারা মনে করেন। এমনকি আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।