Skip to content
৫০ লাখ দরখাস্ত করেছে জনগণ ওয়াকফ বিলের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী

৫০ লাখ দরখাস্ত করেছে জনগণ ওয়াকফ বিলের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী

Reported By:-  Binoy Roy

১০ই মার্চ ২০২৫, সোমবার, বহরমপুরের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি সরকারের নতুন বিলের উপর দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, "এই বিলটির মাধ্যমে মুসলমান সমাজের ঐতিহ্যগত পরিকাঠামো ধ্বংসের চেষ্টা চলছে।" অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন যে, সরকার অপপ্রচারের মাধ্যমে বোঝাতে চাইছে যে মুসলমানদের হাতে প্রচুর পরিমাণ জমি চলে গেছে। তিনি বলেন, "লক আপের মাধ্যমে জমি দখল রাখা হচ্ছে, যা যে কোনও যুক্তিসঙ্গত মনে হচ্ছে না।" তিনি আরও বলেন, "সরকার যদি সদিচ্ছা থাকত, তাহলে ইমাম মোয়াজ্জেনদের জন্য আরও অর্থ বরাদ্দ করতে পারতেন। কিন্তু তারা বরং উল্টো কাজ করছে, যা মুসলমান সমাজের স্বার্থে নয়।" চৌধুরী দৃঢ়তার সঙ্গে জানান যে, কংগ্রেস প্রথম দিন থেকে এই বিলের বিরোধিতা করে আসছে এবং ৫ কোটি দরখাস্তের মাধ্যমে জনগণের এই প্রতিবাদ ইতিহাসে নজিরবিহীন। তিনি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, "আপনারা মুসলমানদের প্রতি যে অঙ্গীকার করেছেন, তা পালন করুন এবং বিভাজনের রাজনীতি বন্ধ করুন।" রাজ্যের মুসলমান সমাজের অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি জানান, "সব ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া উচিত।"

Leave a Reply

error: Content is protected !!