Reported By : Binay Roy ৩০ শে আগস্ট, বুধবার, গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে মোট ৫৬ হাজার টাকার জালনোট সহ এক নাবালককে গ্রেফতার করলো মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানার পুলিশ।
ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয় বুধবার দুপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে- ধৃত সোহেল রানা নামে ওই নাবালক সামশেরগঞ্জ থানার শুলিতলা গ্রামের বাসিন্দা।
মালদার বৈষ্ণবনগর থেকে জালনোট নিয়ে পাচারের উদ্দেশ্যে অন্যত্র যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ১১২টি ৫০০ টাকার নোট। বুধবার দুপুরে ধৃতকে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পাঠানো হ'ল বহরমপুর জুভেনাইল আদালতে।