REPORTED BY:- BINOY ROY
সাগরদীঘিতে ৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক পাচারকারী।ধৃত পাচারকারীর নাম হিটলার শা ।
পুলিশ সূত্রে জানাযায় রবিবার সন্ধ্যায় সাগরদীঘি থানার পুলিশ মনিগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ইনটেক পাম্প হাউসের কাছে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ হিটলার শা নামের এক যুবক কে গ্রেপ্তার ।ধৃত যুবক ইসলাম পুর থানা এলাকার বাসিন্দা।ধৃত কার কাছে হাত বদলের উদ্যেশ্যে এসে ছিলো খতিয়ে দেখতে সোমবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে পাঠায়।