৫ বছরের পুরনো হত্যাকাণ্ডের রায় সাদ্দাম শেখের যাবজ্জীবন সাজা

৫ বছরের পুরনো হত্যাকাণ্ডের রায় সাদ্দাম শেখের যাবজ্জীবন সাজা

Reported By Binoy Roy

পাঁচ বছর আগে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনায় সাদ্দাম শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মুন চক্রবর্তী। রবিবার বিকেলে আদালতের এই রায় ঘোষণা করা হয়। ২০২০ সালের ১০ অক্টোবর, বহরমপুর থানার পর্বতপুর এলাকার চায়ের দোকানে বসে টিভিতে আইপিএল ম্যাচ দেখছিলেন আকবর শেখ। তখন সাদ্দাম তার উপর আক্রমণ করেন এবং পুরনো বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তদন্তকারী অফিসার বিশ্বজিৎ ঘোষাল পুলিশে সাদ্দাম শেখের বিরুদ্ধে চার্জশিট জমা দেন এবং সাদ্দামকেই একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেন।শুক্রবার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর, বিচারক মুন চক্রবর্তী সাদ্দাম শেখকে যাবজ্জীবন সাজা প্রদান করার সঙ্গে সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করেন। এই রায় হত্যাকাণ্ডের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।সম্পূর্ণ ঘটনাটি আইনশৃঙ্খলার ক্ষেত্রে একটি সতর্কীকরণ হিসেবে কাজ করবে এবং সমাজে অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরবে।

Leave a Reply

error: Content is protected !!