Reported By : Masud Rana ২৫ শে ডিসেম্বর, সোমবার, ডোমকলে চুরি ছিনতাই ও হারানো ৬৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন পুলিশ।
সোমবার ডোমকল মহকুমা এসডিপিও ডোমকল থানার আইসি-র পাশাপাশি জলঙ্গি সাগরপাড়া রানীনগর এবং ইসলামপুরে এই ফোনগুলো হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জেলা এবং জেলার বাইরে আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা হয়। হারানো ফোন হাতে পেয়ে এর আনন্দে আপ্লুত ভুক্তভোগীরা । তারা সাধুবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশকে।