Skip to content
৬৮ জন ওমরা যাত্রীর সৌদি আরব যাত্রার উদ্যোগে আল রশিদ ট্রাভেলস

৬৮ জন ওমরা যাত্রীর সৌদি আরব যাত্রার উদ্যোগে আল রশিদ ট্রাভেলস

Reported BY:- মোহাম্মদ জাকারিয়াঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া শিলিগুড়ি মোড়ে অনুষ্ঠিত হলো আল রশিদ ট্রাভেলসের নতুন শাখার শুভ উদ্বোধন। মঙ্গলবার বিশেষ এই অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটি হজ ও ওমরা যাত্রীদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধতার বার্তা দিলো। আল রশিদ ট্রাভেলস এর মাধ্যমে পবিত্র সৌদি আরবের মাটিতে হজ এবং ওমরার সুযোগ পাওয়া যাবে, পাশাপাশি বাগদাদ সফরের ব্যবস্থা, ভিসা ও পাসপোর্ট প্রস্তুতি, বিমান টিকিট সহ আরও বিভিন্ন পরিষেবা প্রদান করবে এই সংস্থা। এই বছর আল রশিদ ট্রাভেলসের পক্ষ থেকে ৬৮ জন ওমরা যাত্রী পবিত্র ভূমিতে যাত্রা করবেন, তাদের সম্মানার্থে রসাখোয়া শিলিগুড়ি মোড়ে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। যাত্রীরা সংস্থার পক্ষ থেকে প্রশংসা করে জানান, "আল রশিদ ট্রাভেলসের সাহায্যে আমাদের স্বপ্ন পূরণ করতে পেরে আমরা অত্যন্ত খুশি।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আল রশিদ ট্রাভেলসের সেবার প্রশংসা করেন এবং করণদিঘি ব্লকের মানুষের সুবিধার জন্য এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

error: Content is protected !!