৮ই জুলাই এক দফায় রাজ্য পঞ্চায়েত ভোট দিনক্ষণ প্রকাশ করলেন নির্বাচন কমিশনার

৮ই জুলাই এক দফায় রাজ্য পঞ্চায়েত ভোট দিনক্ষণ প্রকাশ করলেন নির্বাচন কমিশনার

Reported By:- Subham Roy

দায়িত্ব নিয়ে বড়সড় ঘোষনা করলেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনার দপ্তরে থেকে সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে রাজীব সিনহা পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করলেন। আগামী মাসেই রাজ্যের পঞ্চায়েত ভোট আগামী আটই জুলাই ভোট হবে এবার দার্জিলিং পঞ্চায়েত ভোট। বাকি জেলাগুলিতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সমস্ত ভদ্রভাবে আগামী ৮ই জুলাই। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গণনা হতে পারে ১১ই জুলাই।
নির্বাচন কমিশনার রাজীব চেনা? জানিয়েছেন আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। আগামী ১৫ই জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। ২০ তারিখ মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ। ভোট গণনা সম্ভবত ১১ জুলাই শান্তিপূর্ণভাবে ভোট করানোর প্রস্তুতি নিয়ে তবে এই ঘোষণা হবে বলে জানিয়েছেন। তবে নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোন বক্তব্য দেননি তিনি। রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা দেবে কে ? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাজিব চেনা রাজ্য পুলিশের আস্থা রাখার ইঙ্গিত দিলেন। যদিও বিরোধীদের দাবি কেন্দ্রীয় বাহিনীতে ভোট করানো হোক। উল্লেখ্য ২০১৮ সালেও একদিনে হয়েছিল ভোট। এ বছরও সেই সিদ্ধান্ত ভয় রাখেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার।

Leave a Reply

Translate »
error: Content is protected !!