৯ দিনের শিশুকে নিয়ে টেট এক্সামে বসলেন এক পরীক্ষার্থী

৯ দিনের শিশুকে নিয়ে টেট এক্সামে বসলেন এক পরীক্ষার্থী

Reported By : Masud Rana ১১ ই ডিসেম্বর, রবিবার, ৯ দিনের বাচ্চাকে নিয়ে টেট এক্সামে বসলেন এক টেট পরীক্ষার্থী। তিনি জানান, আর কোনো টেট পরীক্ষায় বসতে পারবো কি জানি তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইছি না। তাই নয় দিনের শিশুকে নিয়ে সরাসরি টেট এক্সাম কেন্দ্রে । তিনি আরও জানান, বিগত দিনেও টেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে তবে এবার টেট এক্সাম স্বচ্ছ ভাবে হবে অনেকটাই আশাবাদী তিনি।

Leave a Reply

error: Content is protected !!