12নং জুরানপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে 36 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

12নং জুরানপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে 36 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

Reported By:- MASUD RANA

যত দল বড় হচ্ছে তত যেন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। কোথাও তা প্রকাশ পাচ্ছে আবার কোথাও তা চাপা আগুনের মতন ধুঁকছে। এরকমই মত প্রকাশ করছে ডোমকল বিধানসভা এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা। তারা আরো বলেন, এবার বিধানসভার ভোটে মুর্শিদাবাদ জেলার 22 টি আসনের মধ্যে কুড়িটি দখল করে শাসকদল আর তারপর থেকে জোটের যারা ভোট করেছিল তারা সহ সকল এখন শাসকদলের খাতায় নাম লেখাতে ব্যস্ত আর তার জেরেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে। আরো প্রকট হওয়ার মূল কারণ হলো টাকার ভাগাভাগি।
12নং জুরানপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে 36 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কারণ খুঁজতে গিয়ে দেখা যায় তার-ই দলের দুই মেম্বারসহ গ্রামবাসীরা অভিযোগ তোলেন ঘরের টাকা দেবার নাম করে মিনুকা বিবি(প্রধান) 20 হাজার 25 হাজার টাকা ঘুষ নিয়েছে, এছাড়াও সুপ ট্যাংকির 314 টি গর্ত করার নামে গোটা কুড়ি গর্ত করে বাকি টাকা মেরে দিয়েছে এই তাদের অভিযোগ। তারা এস ডি ওর কাছে অভিযোগ দায়ের করেছে ।

Leave a Reply

error: Content is protected !!