15 আগস্ট এর দিন সকাল বেলা প্রচেষ্টা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রাতঃ ভ্রমন কারীদের সবুজায়ন এর লক্ষে গাছ বিতরণ

15 আগস্ট এর দিন সকাল বেলা প্রচেষ্টা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রাতঃ ভ্রমন কারীদের সবুজায়ন এর লক্ষে গাছ বিতরণ

Reported By:-Binoy Roy

YouTube Link:-https://youtu.be/DRcf69sQTw4

সোমবার অর্থাৎ ১৫ ই আগস্ট প্রচেষ্টা ফাউন্ডেশনের তরফ থেকে সবুজানের লক্ষ্যে গাছ বিতরণ করা হল। 76 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ১৫ ই আগস্ট এর এই দিনটিতে, তাই আমরা এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবসের এই খুশির দিনটিতে বহরমপুরের প্রচেষ্টা ফাউন্ডেশন তরফ থেকে বহরমপুর ব্যারেক্স স্কয়ারে প্রাত ভ্রমণকারীদের হাতে সবুজ আইনের লক্ষ্যে বৃক্ষ চারা বিতরণ করা হয়। এছাড়াও তারা গাছ বিতরনের পাশাপাশি একটি করে আমাদের দেশের পতাকা ও একটি করে চকলেট তুলে দিলেন প্রায় ১৫০ জন সাধারণ মানুষের হাতে।

Leave a Reply

error: Content is protected !!