Skip to content
“রাজ চক্রবর্তী”-র বিগ বাজেট ছবিতে দেব !

“রাজ চক্রবর্তী”-র বিগ বাজেট ছবিতে দেব !

Reported By:- News Desk

একবিংশ শতকের গোড়ায় টলিউডের অন্যতম ব্লকবাস্টার ছিল ‘চ্যাম্প’, ‘দুই পৃথিবী’-র মতো ফিল্ম। শুধু গ্রামীণ সমাজে নয়, শহুরে দর্শকদের অধিকাংশের পছন্দ হয়েছিল এই ফিল্মগুলির চিত্রনাট্য। ‘চ্যাম্প’-এ মুখ্য ভূমিকায় ছিলেন দেব (Dev)। ফিল্মটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ‘দুই পৃথিবী’-র মূল আকর্ষণ দেব ও তাঁর সাথে জিৎ (Jeet)। এখনও অবধি এটিই একমাত্র ফিল্ম যাতে দেব ও জিৎ একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। এটিও পরিচালনা করেছিলেন রাজ। কিন্তু সেই সময় রাজ ও দেবের প্রযোজনা সংস্থা ছিল না। ছিল না তাঁদের রাজনৈতিক পরিচয়। সময় বদলে গিয়েছে। দেব বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও রাজ বিধায়ক। দুজনেই সফল প্রযোজক। দেবের একসময়ের প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) বর্তমানে রাজের স্ত্রী। কিন্তু হয়তো আরও একবার ঘুরতে চলেছে কালচক্র। একসাথে কাজ করতে চলেছেন রাজ ও দেব।

Leave a Reply

error: Content is protected !!