21জুন পালিত হলো বিশ্ব যোগ দিবস চর মুন্সিপাড়া হাই স্কুল ময়দানে

21জুন পালিত হলো বিশ্ব যোগ দিবস চর মুন্সিপাড়া হাই স্কুল ময়দানে

Reported By:-  Masud Rana

21জুন পালিত হলো বিশ্ব যোগ দিবস চর মুন্সিপাড়া হাই স্কুল ময়দানে।। 9নং রাজাপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে,, পালিত করলো ভারত বাংলাদেশ সীমান্তের রাণীনগর থানার অন্তর্গত রাজাপুর পঞ্চায়েতের চরমুন্সিপাড়া হাই স্কুল, বিদ্যাসাগর মডেল স্কুল ও সমাজসেবা কল্যাণ সমিতির সকল সদস্যগণ বিষয় -ধ্যান, নৃত্য,যোগাসন, ইত্যাদি, যোগ দিবসে উপস্থিত ছিলেন - 9নং রাজাপুর পঞ্চায়েত প্রধান- মৃত্তিকা মণ্ডল ,তার সদস্যগণ এবং চর মুন্সিপাড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্নিগ্ধা দাস মহাশয়া ও সকল শিক্ষক, ছাত্র ছাত্রীরা ,ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনোতোষ মণ্ডল। যোগদানে ছিলেন বিদ্যালয়ের মডেল স্কুলের ছাত্র ছাত্রীরা, ছাত্র ছাত্রীরা এতে উৎসাহিত ও আনন্দময়।।

Leave a Reply

error: Content is protected !!