25 বৈশাখে অনুষ্ঠিত হয়ে গেল কাহারবা মিউজিক ব্যান্ড আয়োজিত কবি প্রণাম

25 বৈশাখে অনুষ্ঠিত হয়ে গেল কাহারবা মিউজিক ব্যান্ড আয়োজিত কবি প্রণাম

REPORTED BY:- NEWS DESK


25 শে বৈশাখের আগের দিন অর্থাৎ 8ওই মে, একটি সংগীত প্রতিযোগিতা আয়োজন করা হয় বহরমপুরের সয়দাবাদে মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ এর মাঠে, এবং 25 শে বৈশাখ কাহারবা কলাকুশলীর রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান এর মাধ্যমে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কাহারবা বিশিষ্ট সংগীত শিল্পী শুভাশিস মাইতি গান পরিবেশন করেন। সঙ্গীতজ্ঞ শুভাশিস মাইতি ও তার সকল ছাত্রছাত্রীবৃন্দ রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটিকে সুন্দর রূপ দান করেন।

Leave a Reply

error: Content is protected !!