সামশেরগঞ্জ বিধানসভার উত্তর গাজিনগরের 27 28 ও 29 নম্বর বুথে তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে বচসা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামলো বিশাল পুলিশ বাহিনী। এদিন ভোটকেন্দ্রে ভোটার দের তৃণমূল কে ভোট দিয়ে বলেন তৃণমূল কর্মীরা। কংগ্রেস ঘটনার প্রতিবাদ করলে বচসার সৃষ্টি হয় এলাকাই।