ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট এর তরফ থেকে ৩১শে ডিসেম্বরের রাত্রে এক বিরাট Ballantines অনুস্থান !মুর্শিদাবাদ তথা বহরমপুরে প্রথম 31st নাইট অর্থাৎ নিউ ইয়ার (eve) উপলক্ষে আয়োজন করা হয়েছে Ballentine অনুষ্ঠান। উক্ত ইভেন্টে শুরুতেই রয়েছে সফট মিউজিক, এবং তারপরে রয়েছে জি বাংলা খ্যাত সারেগামাপা 2016 সিঙ্গার সমায়া। এবং তারপর রয়েছে বলিউডের এক বিখ্যাত ডান্সার মধু এর full টিম। এছাড়াও সর্বশেষে রয়েছে তন্ত্র-র এক বিখ্যাত
DJ । এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কাপল গেমস সহ Kids সাসন উপস্থিত রয়েছে। এছাড়া উক্ত অনুষ্ঠানে রয়েছে খাবারের বিভিন্ন রকমের দেশ ও বিদেশী Item's, স্টার্টার থেকে শুরু করে Open Kitchen সহ আরো অনেক খাবার। বাঙালি মানেই হল ভোট জন রসিক এবং অনেকের দিক দিয়ে বাঙ্গালীদের main খাদ্যের মধ্যে থাকে Mutton - র বিভিন্ন ধরনের সামগ্রী। সেখানে মিষ্টান্নর মধ্যে থাকছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি- র মিষ্টি, এছাড়াও অনেক কিছু। এছাড়াও এই ইভেন্টের টিকিট- র বিষয়গুলি হলো, couple -3900, single- 2200 । এই টিকিটগুলি সংগ্রহ করার জন্য এই ইভেন্ট অর্গানাইজেশনের এজেন্ট দের কাছ থেকেও সংগ্রহ করা যেতে পারে অথবা সরাসরি Deadline অফিসে এসেও সংগ্রহ করা যেতে পারে। এবং এই ডেডলাইন অফিসের ঠিকানাটি হল বহরমপুর কল্পনা হাউজের মোড়ে শপিং প্লাজার 3rd ফ্লোরে।