মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মনিন্দ্রচান্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া রুমানা সুলতানা এক উচ্চ পরিকর্থী। 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় 687 নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অর্জনের পর আবার 2021 সালে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় সভাবত খুশির হাওয়া মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড জুড়ে।রেজাল্ট প্রকাশ হতে কান্দি পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে।রুমানা সুলতানার দাবি পরীক্ষা হলে সে সঠিক নাম্বার পেত আগামী দিনে রুমানা বিজ্ঞানী হতে চায়।রুমানার সাফল্যে ব্যাপক খুশি রুমানার পরিবার থেকে শুরু করে কান্দি শহর বাসি।
