Reported By : A.M.
১৮ ই ডিসেম্বর, রবিবার, মহা মিছিল জঙ্গিপুরে। বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরেও তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেলের পদযাত্রা। জঙ্গিপুরের গরুর হাট থেকে শুরু হয় এই মিছিল, এই মিছিলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সংখ্যা লঘু সেলের সভাপতি আফাজুদ্দিন শেখ প্রমুখ ব্যক্তিবর্গ। পদযাত্রায় পা মেলান তৃণমূল সদস্যবর্গ।রবিবার, জঙ্গিপুরে সকাল সাড়ে ১১ টা নাগাদ সংখ্যালঘু দিবস উপলক্ষে আয়োজিত হয় তৃণমূলের পথসভা। ওই পথসভায় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, জঙ্গিপুর মাইনোরিটি সেলের সভাপতি আমান আফাজুদ্দিন শেখ প্রমুখ ব্যক্তিবর্গ। সেখানে আমিরুল বাবু জানান, সংখ্যালঘুদের ওপর যেভাবে নিপীড়ন চলছে ভারতের সংবিধান সংখ্যালঘুদের যে অধিকার দিয়েছিল বিজেপি সরকার তা খর্ব করছে। সে কারণেই তারা তাদের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ওই সংখ্যালঘু অধিকার দিবস পালন করেন।