সেটেলমেন্ট সমিতির প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক মাণিক্যনারায়ণ রায় (Manikya Narayan Roy, Ex President & General Secretary, Settlement Kanungo Samity) আজ সাংবাদিকদের জানান, "আজ থেকে শতবর্ষ আগে 'সেটেলমেন্ট কানুনগো সমিতি' পথচলা শুরু করলেও বর্তমানে এই সমিতির সাথে যুক্ত সদস্য সদস্যাগণ কানুনগো রূপে নয় বরং অন্য নামে পরিচিত।
একদিন যাঁরা কানুনগো রূপে কাজে যোগদান করেছিলেন পরবর্তী সময় তাঁদের অনেকেই সরকারের উচ্চ পদে বিরাজ করেছেন।
আজ শতবর্ষের এই আনন্দময় মুহুর্তে আমরা ফিরে দেখতে চলেছি আমাদের স্বর্ণালি অতীতকে।