Reported By : News Desk
২৩ শে ডিসেম্বর, শুক্রবার, মুর্শিদাবাদের তেঁতুলিয়া এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে তালিকায় অসন্তোষ রয়েছে। আর তাই বিক্ষোভ, ডেপুটেশনের পাশাপাশি এবার রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল দারিদ্রসীমার নিচে বসবাসকারী এলাকার বাসিন্দারা। যেখানে বিক্ষোভকারীদের অভিযোগ রয়েছে মূলত এলাকায় সার্ভে করে যাওয়া আশা কর্মীর উপর। তাদের অভিযোগ, যারা ঘর পাওয়ার যোগ্য নয়, যাদের ঘরবাড়ি রয়েছে, আর্থিক সঙ্গতি রয়েছে তাদেরই লিস্টে নাম রয়েছে। অথচ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের কারও নাম নেই লিস্টে। পাশাপাশি অভিযোগ উঠেছে, লিস্টে নাম তোলার জন্য যারা ২০০০০ টাকা করে দিতে পেরেছে শুধুমাত্র তাদেরই নাম রয়েছে লিস্টে। বিক্ষোভকারীদের দাবি, বিডিও সাহেব স্বয়ং হাজির না হওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ, অবরোধ চলবে। স্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে ওই রাস্তা অবরোধের কারণে রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছে ওই রাজ্য সড়কে। নাজেহাল হতে হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে গাড়ির যাত্রীদের।