মঙ্গলবার বহরমপুর থানার পঞ্চাননতলা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অবস্থান বিক্ষোভে সামিল হন বঞ্চিত ডি এল এড সদস্যরা। তাদের অভিযোগ ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ পক্রিয়াতে ডি এল এডরা বঞ্চিত হয়েছেন। তাদের দাবি অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে। বেশিরভাগ ডি এল এড দের বয়স ৪০ বছরের মধ্যে। তারা যদি এই নিয়োগে সুযোগ না পান তাহলে তাদের বয়স বেড়ে যাবে তখন তারা সরকারি চাকুরির সুযোগ থেকে বঞ্চিত হবেন। এদিন তারা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আধিকারিককে ডেপুটেশন জমা দেন।