Reported By:- News Desk
বাহারি বিদেশি পাখি এবং মাছের মেলায় এদিন নানা রকমের ক্রিয়েটিভ নাচের ডালি নিয়ে পার্থ মন্ডল নক্ষত্র ড্যান্স একাডেমী কর্ণধর। যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সময় অনুষ্ঠান করে থাকেন। এদিন ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত কোডিওগ্রাফার এর পরিচালনায় এবং নির্দেশনায় পরিবেশিত হয় এক অসাধারণ নৃত্যানুষ্ঠানের।
বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় গত ২৩শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা। যেখানে প্রতিদিন সন্ধায় রয়েছে নানা জেলার স্বনামধন্য শিল্পীদের অনুষ্ঠান। এদিন এই মেলা প্রাঙ্গণে বিশেষ কিছু নাচের ডালি নিয়ে উপস্থিত ছিলেন নক্ষত্র ড্যান্স একাডেমীর কলাকুশলীরা। যাদের নাচে মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকেরা।
