Skip to content
ভর্তির টাকা লোপাট করতে সাগরপাড়ার এক স্কুলে মধ্য রাত্রে চুরি

ভর্তির টাকা লোপাট করতে সাগরপাড়ার এক স্কুলে মধ্য রাত্রে চুরি

Reported By : Masud Rana ৪ ঠা জানুয়ারি, বুধবার, সাগরপাড়া থানার খয়রামারি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ওই ঘটনায় স্কুলের টিআইসি জানান, নতুন বছরের ভর্তির টাকা লোপাট করার জন্য দুষ্কৃতীরা এই কাজ করে। প্রায় 30 হাজার টাকা সহ আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে এমনটাই জানান খয়রামারি উচ্চ বিদ্যালয়ের টিআইসি। তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগে এই ঘটনাই ঘটেছিল স্কুলে, ফের আবার। যদিও স্থানীয় বাসিন্দারা বলেন, গভীর রাত্রে তারা শব্দ শুনতে পেয়েছিলেন, কিন্তু তারা ভেবেছিলেন হয়তো জানালা দরজার শব্দ, তাই সেইভাবে গুরত্ব দেননি। ভোরবেলায় স্কুলের মাস্টারদের মুখে শুনে ও নিজের চোখে গিয়ে দেখেন যে অনেক কিছু চুরি হয়ে গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!