Reported By : News Desk
৪ ঠা জানুয়ারি, বুধবার, মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের মুড্ডা গ্ৰামে গ্রামবাসীদের প্রতিবাদে বন্ধ করে দেওয়া হয় ড্রেন তৈরির কাজ। গ্রামবাসীদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী ও চরম গাফিলতি দ্বারা তৈরি হচ্ছিল গ্রামের ওই ড্রেনটি। গ্রামবাসীদের দেখানো হয়নি কাজের কোনো সিডিউল। এমন কি বসানো হয়নি কোন বোর্ড। তাই সঠিক দ্রব্য কাজে লাগিয়ে ড্রেন তৈরির দাবিতে এদিন গ্রামের একাংশ বাসিন্দা বিক্ষোভ করেন এবং কাজ বন্ধ করে দেন। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে ফের গ্রামবাসীদের সিডিউল দেখিয়ে যথাযথ নিয়ম মেনে কাজ শুরু করা হয়।