Skip to content
পুলিশ লাইন এর ভেতরে হঠাৎই লক্ষ্য করা যায় একটি বিশাল আকারের গোখরো সাপ

পুলিশ লাইন এর ভেতরে হঠাৎই লক্ষ্য করা যায় একটি বিশাল আকারের গোখরো সাপ

পয়লা সেপ্টেম্বর রাত্রি দশটা নাগাদ সিউড়ি পুলিশ লাইন এর ভেতরে হঠাৎই লক্ষ্য করা যায় একটি বিশাল আকারের গোখরো সাপ।স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ লাইনের ভেতর। সাপের খবরে সাপ দেখতে উৎসুক হয় পুলিশ লাইনের ভেতরে পুলিশকর্মীরা । সেই সময় পুলিশ লাইনে সাপের খবর শোনা মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন সিউড়ির পুলিশ সুপার। এবং খবর দেওয়া হয় বনদপ্তর কে। বনদপ্তর সাপটিকে উদ্ধার করার জন্য দীনবন্ধু বিশ্বাস কে পাঠায় ঘটনাস্থলে। এবং তিনি সাপটিকে উদ্ধার করে নিয়ে এসেছেন। আগামীকাল সাপটিকে বনদপ্তরের সাহায্যে পুনর্বাসন দেবেন দিনোবন্ধু বিশ্বাস।

Leave a Reply

error: Content is protected !!