বুধবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার ধূলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে। তলিয়ে যাওয়া ওই যুবকের নাম ইনজামামুল হক(২৭)। তার বাড়ি ধূলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ড নতুন বাজার এলাকা। ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। তলিয়ে যাওয়া ওই যুবকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকায় ইনজামামুল হক রাতে গঙ্গায় ঝাঁপ দিয়েছে বলেই দাবি স্থানীয়দের।
