Skip to content
পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে বহরমপুর মহারানী কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তা ঘিরে অবরোধ অভিভাবকদের

পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে বহরমপুর মহারানী কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তা ঘিরে অবরোধ অভিভাবকদের

Reported By : Binay Roy ১১ ই জানুয়ারি, বুধবার, বহরমপুর কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ। এদিন অভিভাবকরা জানিয়েছেন, যেসব ছাত্রীরা কাশীশ্বরী প্রাইমারি স্কুলে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে গেলে সেখানে মাত্র ২৫০ জন ছাত্রীকে ভর্তি নেওয়া হয়। বাকিদের ভর্তি নেওয়া হচ্ছে না। প্রায় ৩৫০ জন ছাত্রী কাশীশ্বরী প্রাইমারির চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন পত্র জমা দেয়। অভিভাবকদের অভিযোগ, বহরমপুর মহারানী কাশীশ্বরী স্কুলের প্রধান শিক্ষিকা তাঁদের জানিয়েছেন, স্কুল ক্যাম্পাস থেকে প্রথমে ৫০০ মিটার ও পরে ৩ কিলোমিটার পর্যন্ত ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। বাকি ছাত্রীদের স্কুলে ভর্তি নেওয়া হবে না। বাকি ৯৮ জন ছাত্রীর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকগণ।

Leave a Reply

error: Content is protected !!