Reported By : মোহাম্মদ জাকারিয়া
১১ ই জানুয়ারি, বুধবার, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ১৭ নং মন্ডলের মাদারগাছি হাইস্কুল ময়দানে এম পি কাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৭টি বিধানসভার খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয় সেমি ফাইনাল ম্যাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ও রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরীর উদ্যোগে জেলার প্রত্যেক বিধানসভার খেলোয়াড়দের নিয়ে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ১০ই জানুয়ারি হইতে ১২জানুয়ারি পর্যন্ত চলবে। এদিন করণদিঘী, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ বিভিন্ন বিধানসভার খেলোয়াড়রা এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন। জানা যায়, এই সেমিফাইনাল খেলার ফাইনাল হবে বৃহস্পতিবার করণদিঘী হাইস্কুল ময়দানে।
রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, জাতিকে মজবুত হতে গেলে খেলাধুলার মাধ্যমে শক্ত সমর্থ্য হতে হবে। উক্ত সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতি বাসুদেব সরকার, করণদিঘী বিধানসভার কনভেনার সম্পা সরকার, জেলা সম্পাদিকা সম্পা মহন্ত, ১৮ নং মন্ডল সভাপতি অপিল কুমার সিংহ, জেলা স্যোসাল মিডিয়া কো-কনভেনর দীপঙ্কর দাস, কল্যাণ কুমার সিনহা, মোহাম্মদ মহিরুদ্দিন সহ অন্যান্যরা।