Reported By : Binay Roy
১৪ ই জানুয়ারি, শনিবার, বহরমপুরে "উৎসর্গ" প্রকল্পের মধ্যে দিয়ে বহরমপুর থানায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে পুলিশ কর্মী ছাড়াও সাধারণ মানুষজন রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং, অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ সুবিমল পাল, বহরমপুর আই সি রাজা সরকার সহ অন্যান্য অধিকারিকগণ।