Skip to content
বহরমপুরে সবলা মেলা

বহরমপুরে সবলা মেলা

Reported By : Binay Roy ১৪ ই জানুয়ারি, শনিবার, বহরমপুরে অনুষ্ঠিত হল জেলা সবলা মেলা। শনিবার দুপুরে বহরমপুর শহরের ওয়াই এম এ ময়দানে এই মেলা অনুষ্ঠিত হয়। ১৪ই জানুয়ারি থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত ৭ দিন চলবে মেলা। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস ও নওদার বিধায়ক সয়না মমতাজ ফিতে কেটে মেলার শুভ সূচনা করেন। এদিন মেলায় উপস্থিত ছিলেন বহরমপুরের বিডিও অভিনন্দন ঘোষ, রানীনগর বিধায়ক সৌমিক হোসেন, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। এই মেলায় স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা হস্তশিল্পের জিনিসপত্র প্রদর্শন করেছেন। মেলায় ৪০ টি স্টল রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!